এশিয়ান ভিউজ ডেস্ক
এ বছর যারা হজে যাবেন তাদেরকে ডিজিটাল আইডি দেবে সৌদি আরব। ভিশন ২০৩০ উপলক্ষে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সেবা চালু করেছে বলে জানিয়েছে সৌদি গ্যাজেট।
হজ ব্যবস্থাপনাকে আরও সহজ করে তোলার উদ্দেশে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সহযোগিতা করেছে সৌদি ড্যাটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স অথরিটি (এসডিএআইএ)।
ডিজিটাল আইডির মাধ্যমে হজযাত্রীদের পরিচয় শনাক্ত করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মাধ্যমে সৌদিতে প্রবেশ করার পর যাত্রীদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা দেওয়া হবে। সেইসাথে তাদের সেবার মান আরো বাড়ানো সম্ভব হবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।
মোট 15 বার দেখা হয়েছে, আজ 1 বার